১.নাম: মরহুম খলিলুর রহমান তালুকদার
পদবী: সাবেক চেয়ারম্যান
জন্মস্থান: বড়মাঝদক্ষিনা, তাড়াশ,সিরাজগঞ্জ।
বর্তমানঠিকানা: ঐ
তিনিএকজনমেধাবীও বিচক্ষণ ব্যাক্তিহিসেবে এলাকা তথা সিরাজগঞ্জ জেলায় তার বেশ ক্ষ্যাতি ছিল। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের পাশে থেকে সেবা করে গেছে। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত রিলিফ কমিটি চেয়ারম্যান, এরপর ১৯৭৭-১৯৯৩সাল পর্যন্ত একটানা ২বার চেয়ারম্যান নির্বাচত হন। শেষ পর্যায়ে ১৯৯৮-২০১১ইং সাল পর্যন্ত সর্বমোট=২৫বৎসর অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি একজন সরল সহজ প্রকৃতি স্বভাবের লোক ছিলেন।তিনি সর্বদা নিতির কাছে আপোশ করেন নাই। তিনি বড়মাঝদক্ষিনা খলিলুর রহমান দ্বি-মূখি উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্টাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস