Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দেশীগ্রাম গুড়পিপুল ইউপি

এক নজরে৮নংদেশীগ্রামগুড়পিপুল ইউনিয়ন পরিষদ

 

* অবস্থান                     :      সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় দেশীগ্রামগুড়পিপুল ইউনিয়ন   

                                           অবস্থিত।

* সীমানা                      :       ইউনিয়নের পূর্বদিকে রায়গঞ্জ উপজেলা; পশ্চিমে তালম ইউপি; উত্তরে

                                          শেরপুর উপজেলা; এবং দক্ষিনে মাধাইনগর ইউপি।

* স্থাপন কাল                 :        ১৯৪০ইং

* যোগাযোগ ব্যবস্থা           :        তাড়াশ উপজেলা গোডাউন হতে বড়মাঝদক্ষিনা পর্যন্ত পাকা রাস্তা

                                           বরাবর বড়মাঝদক্ষিনা বাজারে ইউনিয়ন পরিষদ।

* আয়তন                     :        ৯৪১২ একর।

* মোট জনসংখ্যা             :        ২০৬২৩ জন।

* মোট পরিবার সংখ্যা       :       ৫১৯৮ টি।  (ক-ধনী=৭২১টি, খ-মধ্যবিত্ত =১২০৮টি গ)  

                                          দরিদ্র=২৪৪০টি, ঘ=হতদরিদ্র   

* ভোটার সংখ্যা               :       ১২২২৮ জন। পুরুষ -৫৯৭৪ জন, মহিলা- ৬২৫৪ জন।

* গ্রাম সংখ্যা                           :        ৪৪ টি

* মৌজার সংখ্যা              :       ৩১টি।

* ডাকঘর                      :       ০১টি।

* শিক্ষার হার                          :       ৪০%

* পাকা রাস্তা                   :       ১২ কিরলামিটার।

* কাঁচা রাস্তা                  :       ৪৭ কিলোমিটার।

* হাট/বাজারের সংখ্যা        :      ১০টি।

* মসজিদের সংখ্যা           :       ৪৪টি।

* মন্দিরের সংখ্যা             :       ১৫টি।

* গ্রামীণ ব্যাংক অফিস       :       ০৩টি।

* ওয়ার্ল্ড ভিশন অফিস       :      ০২টি।

* সমাজ কল্যান অফিস      :       ০১টি।

* তহশীল অফিস             :       ০১টি।

* হাঁস মুরগীর খামার        :       ০১টি।

* পঃ পঃ ক্লিনিক              :       ০১টি।

* কমিউনিটি ক্লিনিক          :       ০২টি।

* আশ্রম                       :       ০১টি।

* আদিবাসী একাডেমী        :       ০১টি।

* বিদ্যুতায়ন                  :       ২৬টি গ্রাম।

* আদর্শ গ্রাম                :      ০১টি।

* আশ্রয়ন কেন্দ্র               :      ০২টি।

* রেজিঃ প্রাথঃ বিদ্যালয়      :       ১১টি।

* সরঃ প্রাথঃ বিদ্যালয়                :       ০৬টি।

* উচ্চ বিদ্যালয়               :       ০২টি।

* বালিকা বিদ্যালয়           :       ০১টি।

* নিম্ন মাধ্যমিক বিদ্যালয়     :       ০১টি।

* ক্বওমী মাদ্রাসা              :       ০৫টি।

* দাখিল মাদ্রাসা              :       ০২টি।

* গণকেন্দ্র পাঠাগার          :       ০১টি।

* স্যাটেলাইট স্কুল            :       ০১টি।

 

**এক নজরে ইউপিচেয়ারম্যান/সদস্য-সদস্যাদের কর্ম এলাকা ও মোবাইল নাম্বার ।

 

ক্রঃ নং

ইউপিচেয়ারম্যান/সদস্য সদস্যাদের নাম

গ্রাম

ওয়ার্ড নং

কর্ম এলাকা

মোবাইল নং

০১

জনাবমোঃ আব্দুস সামাদ (মাষ্টার)

বলদিপাড়া

ইউপি চেয়ারম্যান

সমগ্র ইউনিয়ন

01729-172512

০২

জনাবা মোছাঃ জুলেখা খাতুন

    দেশীগ্রাম

সংরক্ষিত (মহিলা) সদস্যা

 ০১,০২,০৩ নং ওয়ার্ড

01740-813103

০৩

জনাবা মোছাঃ বিলকিছ খাতুন

আড়ংগাইল 

,,

 

 ০৪,০৫,০৬,নং ওয়ার্ড

01730963182

০৪

জনাবা শ্রী মতি কনিকা রানী

কৃষ্ণপুর

,,

 

  ০৭,০৮,০৯,নং ওয়ার্ড

01936-955106

০৫

জনাব শ্রী ব্রজেন্দ্র নাথ

দেওড়া 

সাধারন সদস্য

 

দেওড়া,ইল্লিপাড়া,উত্তর শ্যামপুর, শ্যামপুর

01731-284155

০৬

জনাব মোঃ আজম আলী

    দেশীগ্রাম

,,

টাগরা,উষাইকোল,পশ্চিমপাইকড়া, দেশীগ্রাম

01750-739758

০৭

জনাব মোঃ খবির উদ্দিন

বলদিপাড়া

,,

বলদিপাড়া,সিঙ্গারপাড়া,শাকমাল,

দুলিশ্বর

01718-943374

০৮

জনাব মোঃ আব্দুর রাজ্জাক

সিলংদহ

,,

 

ক্ষিরশীন, দোগাড়িয়া, সিলংদহ

01719-976075

০৯

জনাব মোঃ আব্দুল গফুর 

আড়ংগাইল 

,,

 

আড়ংগাইল, কুমালস্নু

01736-605882

১০

জনাব মোঃরাকিবুল হাসান(রোকন)

চন্ডিভোগ

,,

দত্তবাড়ী,বিষমডাঙ্গা,ভাটারপাড়া,

বোয়াইল,রামবলস্নভপুর,তেঘরী,ক্ষিরপোতা,চন্ডিভোগ।

01820-520067

১১

জনাব মোঃ আজিজল হক

ছোট

মাঝদক্ষিনা

,,

বড়মাঝদক্ষিণা,ছোট মাবদক্ষিণা,

জমিত্মহার

01941-306718

১২

জনাব মোঃ আব্দুর রাজ্জাক

কর্নঘোষ

,,

রাধাকামত্মপুর,ভোগলমান,কৃষ্ণপুর,

বড় কর্নঘোষ,ছোট কর্নঘোষ

01740-803788

১৩

জনাব মোঃ আব্দুল হালিম 

নাড়াতেঘরী

,,

গুড়পিপুল,রানিপুকুর,দোয়ানী,ছোটবাউসত্ম, বড়বউসত্ম,ছতরিয়াপাড়া,যোষাইপাড়া ,ধলাপাড়া,নাড়াতেঘরী,পালাশী

01733-110560