***গ্রাম পুলিশের দায়িত্ব***
১। দিনে ও রাতে ইউনিয়ন পাহারা দেয়া
২।অপরাধ দমন ও অপরাধী ধারায় পুলিশ কেসহায়তা করা ।
৩।১৫ দিন পরপর ইউনিয়নের অবস্থা ষংশ্লিষ্ট থানাকে অবহিত করা
৪। সন্দেহজনক ও লুকিয়ে থানা ব্যক্তি সম্পকে থানায় অবহিত করা
৫।দাঙ্গা,হত্যা আত্নহত্যা প্রতৃত অপরাধ সংগছন বা সংগঠনের অপচেষ্টা রোধ
৬।জন্ম-মৃত্যু রেজিষ্টার সংরক্ষন ও এলাকায় সব জস্ম-মৃত্যুর তথ্য ইউনিয়ন পরিষদে জানানো ।
৭।ইউনিয়ন পরিষদের বা এর সম্পতির ক্ষতি, প্রতিবন্ধকতা বা অনাধিকার প্রবেশ রোধ
৮।মানুষ, পশু বা শষ্যের মহামারী, সংক্রান্ত রোধ ও পোকার আক্রমন সম্পকে ইউনিয়ন পরিষদ কে জানানো ।
৯। অপরাধের সাথে জরিত ব্যক্তি, পালিয়ে আসা সৈনিক বা সহকারী কাজে বাধা দান কারীকে গ্রেফতার করে থানায় অবহিত করা ।
১০। খাজনা অখবা থুমি উন্নয়ন কর ইউনিয়ন পরিষেদের কর ফি ও অন্যন্য পালন আদায়ে সহায়তা করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস