Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দেশীগ্রাম ইউনিয়নের ইতিহাস

ইউনিয়নেরঐতিহ্য/বিশেষত্বঃ

দেশীগ্রাম ইউনিয়ন ঐতিহাসিক উত্তর তাড়াশে অবস্থিত একটি ইউনিয়ন । এটির আয়তন ৯৪১২একর । দেশীগ্রাম ইউনিয়ন একটি সমতল ভূমি এলাকা। এখানে প্রচুর পুকুর ও আবাদী কৃষি জমি আছে। এখানে রোপা আমন, রোপা আউস ও বোরো তিন ফসলী ধানের আবাদ হয়। দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরপোতায় আদিবাসী্ একাডেমি অবস্থিত। এছাড়া দেশীগ্রামে ঘোড়াধাপ নামে বিশাল দিঘি আছে। জানাযায় ঘোড়াধাপে ঘোড়া চতুর পাশ্বে ঘুরে এসে মারা যাওয়ার কারনে এই দিঘির নায় দেওয়া হয় ঘোড়াধাপ। এছাড়া দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর জন্তিহার গ্রামের পূর্ব পাশ দিয়ে ঐতিহাসিক বেহুলার খাল অবস্থিত।