কিভাবেগ্রামআদালতেমামলাকরবেন?
১।আবেদনপত্রটিলিখিতভাবেদাখিলকরতেহবে।
২।যেইউনিয়নপরিষদেরনিকটআবেদনকরাহবেসেইউনিয়নপরিষদেরনামঠিকানাথাকতেহবে।
৩।আবেদনকারীএবংপ্রতিবাদীরনাম,ঠিকানাওপরিচয়থাকতেহবে।
৪।সাক্ষীথাকলেসাক্ষীরনাম,ঠিকানাওপরিচয়থাকতেহবে।
৫।ঘটনা,ঘটনাউদ্ভবেরকারণ,ঘটনারসথানওইউনিয়ননেরনাম,সময়,তারিখথাকতেহবে।
৬।নালিশবাদাবিরধরন,মূল্যমানথাকতেহবে।
৭।ক্ষতিরপরিমাণ,প্রার্থিতপ্রতিকারথাকতেহবে।
৮।পক্ষদ্বয়েরসম্পর্কউল্লেখথাকতেহবে।
৯।সাক্ষীদেরভূমিকাথাকতেহবে।
১০।মামলাবিলম্বেদায়েরকরাহলেতারকারণউল্লেখথাকতেহবে।
১১।আবেদকারীরসাক্ষরথাকতেহবে।
১২।মামলাদায়েরেরতারিখথাকতেহবে।(ধারা৩)
মামলার আবেদন নং – ১
তারিখ : ৫/০৫/২০১৩ খ্রি :
বরাবর ,
সভাপতি/চেয়ারম্যান গ্রাম আদালত
৮ নং দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ
তাড়াশ,সিরাজগঞ্জ ।
বাদী বিবাদী
মো: ছহির উদ্দিন মো: আসাদুল ইসলাম
পিতাঃ মৃত আকালু পিং-মৃত আকবর আলী
গ্রাম: চৌড়া গ্রাম: সিঙ্গারপাড়া,
তাড়াশ, সিরাজগঞ্জ তাড়াশ, সিরাজগঞ্জ
জনাব,
আরজ এই যে, নামিক বিবাদীগন পরস্পর আত্বীয় ও পরঅথ লোভী লোক বটে, পক্ষান্তরে আমি একজন সরল সহজ নিরিহ প্রকৃতির লোক গত ০৫/০৫/২০১৩ ইং তারিখে আমি কাটাগাড়ী হাট থেকে বাড়ী ফেরার পথে আব্দুল ছাত্তারের জায়গায় উল্লেখিত বিবাদী আমাকে আক্রমন করে ও মারপিট করিয়া আমার নিকট থেকে ১০,০০০/= টাকা ছিনতাই করিয়া নিয়ে যায় ।ঘটনার সময় স্বাক্ষীগন উপস্থিত ছিলেন ।আমার চিৎকারে এলাকার লোক জন আগাইয়া আসিলে বিবাদী পালাইয়া যায় ।
অতএব , দয়া করিয়া দাঙ্গাকারীর বিরুদ্ধে তদন্ত পূর্বক সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করিতে হুজুরের মর্জি হয় ।
বিনীত নিবেদক
মোঃ সহির উদ্দিন
পিতা : মৃত আকালু
গ্রাম : চৌড়া
তাড়াশ,সিরাজগঞ্জ ।
মামলার আবেদন নং – ২
তারিখ : ২০/০৩/২০১৩ খ্রি :
বরাবর ,
সভাপতি/চেয়ারম্যান গ্রাম আদালত
৮ নং দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ
তাড়াশ,সিরাজগঞ্জ ।
বাদী বিবাদী
মোছা: ফাতেমা খাতুন ১। মো: সাইদুল ইসলাম
স্বামী- মৃত-তোমেজ আকন্দ পিতা- মৃত রজব আলী,
সা: পশ্চিমপাইকড়া, সাং-পশিচমপাইকড়া
তাড়াশ, সিরাজগঞ্জ তাড়াশ, সিরাজগঞ্জ
জনাব,
আরজ এই যে, নামিক বিবাদী মৃত রজব আলী এর ছেলে মোঃ সাইদুল ইসলাম এর সাথে আমার মেয়েকে বিয়ে দেই বিয়ের যৌতুক হিসাতে আমি তাকে ৫০,০০০/= ( চল্লিশ হাজার) টাকা দেই এবং ঘর সাজানো বাবদ আরো প্রায় ১০,০০০/= (দশ হাজার ) টাকা দেই ।কিন্তু বিয়ের ৬/৭ মাস যেতে না যেতেই আমার মেয়ের জামাই আমার কাছ থেকে আরো টাকা চাহিয়া আমার মেয়েকে আমার বাড়ীতে ফিরোত পাঠাইয়া দিয়েছে । কিন্তু আমি খুব গরিব বিধবা মহিলা কষ্ট করে কোন মত আমার সংসার চালাই ।অনেক কষ্ট করে আগের ৪০,০০০/= ( চল্লিশ হাজার) টাকা দিয়েছি । এখন আমার পক্ষে এক টাকাও দেওয়া সম্ভব না ।
অতএব হুজুর সমীপে আকুল আবেদন আসামীকে নোটিশের মাধ্যমে তলব পূবক সাক্ষী প্রমানাদী লইয়া সুবিচার করিতে মর্জি হয় ।
বিনীত নিবেদন
মোছা : ফাতেমা খাতুন
স্বামী মৃত-তোমেজ আকন্দ
গ্রাম : পশ্চিমপাইকড়া,
তাড়াশ ,সিরাজগঞ্জ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস