সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তাড়াশ উপজেলা বড়মাঝদক্ষিনা বাজারে ৮নং দেশীগ্রামগুড়পিপুল ইউনিয়ন পরিষদ ভবন টি অবস্থিত। সীমানা : ইউনিয়নের পূর্বদিকে রায়গঞ্জ উপজেলা; পশ্চিমে তালম ইউপি; উত্তরে শেরপুর উপজেলা; এবং দক্ষিনে মাধাইনগর ইউপি। স্থাপন কাল : ১৯৪০ইং যোগাযোগ ব্যবস্থা: তাড়াশ উপজেলা গোডাউন হতে বড়মাঝদক্ষিনা পর্যন্ত পাকা রাস্তা বরাবর বড়মাঝদক্ষিনা বাজারে ইউনিয়ন পরিষদ।আয়তন : ৯৪১২ একর। মোট জনসংখ্যা : ২০৬২৩ জন। মোট পরিবার সংখ্যা :৫১৯৮ টি। (ক-ধনী=৭২১টি, খ-মধ্যবিত্ত =১২০৮টি গ) দরিদ্র=২৪৪০টি, ঘ=হতদরিদ্র ভোটার সংখ্যা : ১২২২৮ জন। পুরুষ -৫৯৭৪ জন, মহিলা- ৬২৫৪ জন।গ্রাম সংখ্যা : ৪৪ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস